জনাব শিবাকান্ত গোয়ালা সাহেব বিগত ১৯৯২ইং সনে শিলুয়া উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৯৪ইং সালে কুলাউড়া ডিগ্রী কলেজ হতে এইচ.এস.সি পাস করেন। তিনি০৭-০৭-২০১১ ইং সালে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুর্বজুড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড হতে ইউপি সদস্য নির্বাচিত হন এবং ৩১-০৩-২০১৬ইং সালে নির্বাচনে তিনি পুনঃরায় ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচীত হন।